ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধান কারারক্ষীর স্ত্রীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
🕐 ১২:২০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রী আত্মহত্যা করেছেন। প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। বুধবার (২১ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওই কারাগারের বাইরে আবাসিক ভবনের (সন্ধ্যা) পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন।

মিজানুর রহমান ও ফাতেমা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সকালে সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ডাক-চিৎকার শুনে জেগে ওঠে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, পরে ফাতেমাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান দাবি করেন, ফাতেমা মানসিক রোগী ছিলেন। গত দুই মাস আগে তাকে ডাক্তার দেখানো হয়। ফের ডাক্তার দেখার কথা থাকলেও এরই মধ্যে ওই চিকিৎসক হজে চলে যান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 
Electronic Paper