ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেষ সময়ে কামার পল্লীতে ব্যস্ততা

রাসেল ইসলাম আলভী, সাভার
🕐 ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

ঈদ যত ঘনিয়ে আসছে, কামার পল্লীতে তত ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। সাভার উপজেলার বিভিন্ন এলাকায় টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছে কামাররা। সারা বছরে অলস সময় পার করলেও কোরবানি ঈদ আসলে তাদের দম ফেলার সময় থাকে না।

জগোদীস কর্মকার জানান, ঈদকে সামনে রেখে অন্যান্য সময় তুলনায় মূল্য একটু বৃদ্ধি থাকে। যেমন ছোট, মাঝারি ও বড় আকারে দা তৈরিতে ২০০-৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ছুরির মূল্য একটু কম হলেও বটির ক্ষেত্রে আকার ভেদে ৩০০-১০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ফায়েজ আহমেদ নামে এক ক্রেতা বলেন, আগের তুলনায় এবার দাম একটু বেশী হওয়ায় নতুন না কিনে পুরোনো দা ছুরি সান দিতে এসেছি।

শামীম নামে এক বিক্রেতা জানান, চাইনিজ ও ভারতীয় দা, ছুরি, চাপাতিতে বাজার সয়লাব হওয়ায় কম মূল্যে পাওয়া যাচ্ছে। তাই ক্রেতাদের আগ্রহ সেগুলোর প্রতি বেশী। তবে আগে যেভাবে জমজমাট ব্যবসা হত কয়েক বছর ধরে সেটা হচ্ছে না।

 
Electronic Paper