গাজীপুরে বনে ঘরবাড়ি উচ্ছেদ
গাজীপুর প্রতিনিধি ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

গাজীপুরে বনে অবৈধ ভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা প্রতিহত করেছে বন বিভাগ।
শনিবার সকালে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার খন্দকার আরিফুল ইসলামের নেতৃত্বে ভবানীপুর বিটের বিভিন্ন মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেয় ভবানীপুর বিটের স্টাফরা।
এ সময় খন্দকার আরিফুল ইসলাম জানান, ভাবানীপুর বিটের বারইপাড়া মৌজার ৩নং সিএস দাগে সংরক্ষিত বনে বাড়ি নির্মাণের চেষ্টা প্রতিহত করা হয়েছে। উচ্ছেদ করা হয় নির্মাণাধীন বাড়িটি।
এছাড়া মাহনা ভবানীপুর মৌজার ১০৮০ সিএস দাগে নির্মাণাধীন আরেকটি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়ার নির্দেশে উচ্ছেদ অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঈদের ছুটিতে বনে টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।