ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে বালুমহাল ইজারাদারদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৯:২৫ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০১৯

ফরিদপুরের মধুখালী উপজেলাধীন মধুমতি নদীর মছলন্দপুর ও ডুমাইন বালুমহল থেকে বালু উত্তোলনে ষড়যন্ত্র ও বালু উত্তোলনে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় মধুখালী উপজেলা পরিষদের ভিতরে স্থানীয় এলাকাবাসী ও বালুমহালের ইজারাদারদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মছলন্দপুর বালুমহালের ইজারাদার মো. সিরাজুল আলম, ডুমাইন বালুমহালের ইজারাদার মো. আকিদুল মুন্সী ও সেলিমুজ্জামান সেলিম।

বক্তরা বলেন, জেলা প্রশাসক কার্যালয় থেকে দুটি বালুমহালে ইজারা দেওয়া হয় ৭০ লাখ টাকায়। আজ পর্যন্ত আমরা কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যানদের ষড়যন্ত্রের কারণে একটি টাকারও বালু উত্তোলন করতে পারিনি।

অপরদিকে আমাদের ফরিদপুর মৌজা দুটির ভিতর থেকে পহেলা বৈশাখ থেকে অবলীলায় হাইকোর্টের রিটকে অমান্য করে কোটি কোটি টাকার বালু উত্তোলন কলে চলছে মাগুরা জেলার লোকজন।

পরে তাদের পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর মধুখালী উপজেলা নির্বাহীর কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 
Electronic Paper