ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়ক দেখলে মনে হবে পুকুর

সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

সড়ক দেখলে মনে হবে পুকুর। অনেক শিশু সাঁতার জানে না। তাই কোমর পানি পেরিয়ে স্কুলে যেতে অভিভাবকরা নিষেধ করছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ সড়কটি ধসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা যায়, পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একটি মাত্র সড়ক। উপজেলা পরিষদ থেকে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র হয়ে বিদ্যালয়টির পাশ দিয়ে নিকলী পুরাতন বাজার ও থানার সঙ্গে সংযুক্ত এ সড়ক।

২০১৬ সালে এলজিইডি হিলিপ প্রকল্পের অধীন পরীক্ষামূলক সড়কটি ব্লক পদ্ধতিতে নির্মাণ শুরু করে। প্রথম থেকেই ধস শুরু হলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, বিদ্যালয়ে প্রায় দুইশ ছাত্র-ছাত্রী। পারাপারের সময় শিক্ষকরা দাঁড়িয়ে থাকেন। যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা শিক্ষকরা এ নিয়ে ভয়ে আছি। উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে।

নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন জানান, আমি বিষয়টি শুনেছি। রাস্তার বিষয়ে আমাদের করার কিছু নেই। সংশ্লিষ্ট দপ্তরকে সড়কটি মেরামতের কথা জানাব।

 
Electronic Paper