ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
🕐 ১১:৩২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৯

কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় আরো ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম বুধবার সকাল ১০টার দিকে এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ছারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। বাকিজন পলাতক ছিলেন।

তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্তদের নাম-পরিচয় জানা যায়নি।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।

চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জাহিদুল ইসলাম রতনের ছেলে। এ হত্যাকাণ্ডের পর দিন নিহত চয়নের বাবা হোসেনপুর থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় হলো।

 
Electronic Paper