ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিড়ি শিল্প রক্ষার দাবিতে

মাধবদীতে এনবিআর চেয়ারম্যানের বাড়ির সামনে মানববন্ধন

খন্দকার শাহিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
🕐 ৭:১১ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

নরসিংদীতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাধবদীতে মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিড়ি শিল্প রক্ষার দাবিতে নরসিংদী অঞ্চলের বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কর্মকর্তা, কর্মচারী ও বিড়ি ভোক্তারা ব্যানার, ফেস্টুন,প্লেকার্ড নিয়ে রাস্তায় ঘন্টা ব্যাপী দাড়িয়ে মানববন্ধনে অংশগ্রহন করে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. আশরাফুল, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সৈকত, বিড়ি শ্রমিক ফেডারেশন মাধবদী অঞ্চলের সাধারণ সম্পাদক শাহিন মাহমুদসহ আরো অনেকে বক্তারা বলেন ২০১৯-২০২০ অর্থ বছরের বিড়ির উপর থেকে সম্পূরক শুল্ক’ কমিয়ে বিড়ির মূল্য ১৪ টাকা থেকে ১০ টাকা নির্ধারণ এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প করা, বিড়ির উপর থেকে আরোপিত অগ্রিম আয়কর বাতিল করাসহ আট দফা দাবী জানান তারা।

 
Electronic Paper