ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউএনওর পদ শূন্য স্থবির কার্যক্রম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
🕐 ৯:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদ শূন্য রয়েছে দেড় মাস। গুরুত্বপূর্ন এ পদ শূন্য থাকায় অফিসিয়াল কার্যক্রমে যেমন স্থবিরতা বিরাজ করছে তেমনি ভোগান্তিতে রয়েছে উপজেলার সাধারণ মানুষ।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন গত ২৯ এপ্রিল পদোন্নতিজনিত কারণে বদলি হয়ে যান। এরপর থেকে পাশের সালথা উপজেলার নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি বোয়ালমারীতে কখনও অফিস করেন না। কাগজপত্রে ইউএনওর স্বাক্ষর প্রয়োজন হলে ইউএনও অফিসের লোকজন সালথা গিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন।

এ ছাড়া জুনে ঠিকাদারী কাজসহ বিভিন্ন বিল উত্তোলনে অনেকেই চরম ভোগান্তিতে রয়েছেন। এসব বিলে ইউএনওর স্বাক্ষর বাধ্যতামূলক। জুন মাসে ঠিকাদারী কাজসহ বিভিন্ন প্রকল্পের বিল উত্তোলন করতে না পারলে এসব অর্থ পুনরায় ফেরত গেলে চরম ভোগান্তিতে পড়বে।

উপজেলা প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, এখন জুন ফাইনাল চলছে ঠিকাদারীসহ বিভিন্ন বিলের চেকে সালথা গিয়ে ইউএনও সাহেবের স্বাক্ষর আনতে হচ্ছে। এতে করে কাজের সময়ও নষ্ট হচ্ছে।

জানা যায়, শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদকে বোয়ালমারীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। তিনিও এ পর্যন্ত নতুন কর্মস্থলে যোগদান করেননি।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মোল্যা বলেন, ইউএনও না থাকার কারণে সাধারণ জনগণের পাশাপাশি উপজেলার অন্যান্য কর্মকর্তারাও সমস্যায় রয়েছেন। টিআর কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ উত্তোলনে সমস্যা হচ্ছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা বলেন, বৃহৎ এবং গুরুত্বপূর্ন এ উপজেলায় ইউএনওর পদ শূন্য থাকা দুঃখজনক ব্যাপার। ইউএনওর পদ শূন্য থাকায় বিভিন্ন কাজ কর্মে সমস্যা সৃষ্টি হচ্ছে।

 
Electronic Paper