ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আট দিনেও ভাগ্নের সন্ধান মেলেনি

সোহেল তাজের সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৯

নিখোঁজের আট দিন পার হলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভের সন্ধান মেলেনি। পরিবারের লোকজনের দাবি, গত ৯ জুন সন্ধ্যায় চাকরি দেওয়ার নামে বাসা থেকে ডেকে এনে নগরের পাঁচলাইশ থানার আফমি প্লাজা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে।

পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, চট্টগ্রামের প্রভাবশালী পোশাক ব্যবসায়ী আবু সালেহ চৌধুরী আজাদের যোগসাজশে সৌরভকে অপহরণ করা হয়েছে। তার মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্কের জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

এদিকে আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন সোহেল তাজ। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘একজন ব্যবসায়ীর এত ক্ষমতা কি করে হয়? তার পেছনে কে আছে, যার এত ক্ষমতা? কে সে গডফাদার যার হুকুমে রাষ্ট্রীয় সংস্থাকে ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে?’

সৌরভের বড় ভাই তানভীর শাহরিয়ার সম্রাট বলেন, ‘ব্যবসায়ী সালেহ আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আমার ভাইয়ের খোঁজ পাওয়া যাবে। সৌরভ নিখোঁজ হওয়ার পর তার সঙ্গে কথা বলেছিলাম। তার কথায় বোঝা গেছে, উনি সব জানেন। কিন্তু পুলিশ তাকে আটক করছে না।’

তবে বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন ব্যবসায়ী আবু সালেহ চৌধুরী আজাদ। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’ নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা কিছু ক্লু (রহস্য সমাধানের সূত্র) পেয়েছি। সেটি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি, শিগগিরই একটা ফল আসবে।’

 
Electronic Paper