ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিংগাইরে মামলার তদন্তে অনিয়ম

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
🕐 ৭:৫৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

মানিকগঞ্জে এক সিআইডি অফিসারের বিরুদ্ধে একটি মামলা তদন্তে অনিয়মের অভিযোগ উঠেছে। মামলার বাদী সিংগাইর উপজেলার নুরুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তা দৌলতুজ্জামান মোটা অঙ্কের টাকা নিয়ে আসামির পক্ষে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন।

এ ছাড়াও তিনি অভিযোগ করেন, মামলার সাক্ষীদের সঙ্গে কোনো যোগাযোগ না করে মনগড়া জবানবন্দি লিখেছেন ওই তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে মামলার পুনঃতদন্ত এবং ওই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান মালার বাদী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল হক।

জানা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল হক ও একই এলাকার মুন্সি আব্দুল জলিল আত্মীয় হন। নুরুল হক তাকে অনেক বিশ্বাস করতেন। মুন্সি আব্দুল জলিল তার কাছ থেকে কয়েকটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং পরবর্তীতে একটি নকল দলিল তৈরি করে নুরুল হকের সম্পত্তির মালিকানা দাবি করেন। নকল দলিলে মালিক হয়ে নুরুল হকের সব সম্পত্তি আব্দুল জলিল স্ত্রী, ছেলেদের নামে লিখে দেন। এ বিষয়ে নুরুল হক মামলা করেন।

 
Electronic Paper