ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি
🕐 ৬:২১ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে সরকারি জায়গার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। গত সোমবার দুপুরে মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় বেশ কয়েকটি ভবন ছাড়াও পাকা ও আধাপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন।

এ সময় মহাসড়কে জামুর্কি এলাকায় একটি তিনতলা ভবন, দোতলা ভবন, দুটি আধাপাকা ও বেশ কয়েকটি টিনশেড ঘর ভেঙে ফেলা হয়। এর আগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল।

তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সওজ স্থাপনা সরিয়ে নিতে কোনো সময় দেয়নি। উচ্ছেদ অভিযান পরিচালনার আগের রাতে এ ব্যাপারে তাদের জানানো হয়।

সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকল্প ব্যবস্থাপক নওয়াজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এবং মহাসড়কের উন্নয়ন কাজের স্বার্থে সরকারি জমিতে থানা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

এদিকে টাঙ্গাইল শহরের যানজট নিরসন ও জনসাধারণ দুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। গত রোববার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে শহরের কুমুদিনী কলেজ গেট, সুপারি বাগান রোড ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে একাধিকবার মাইকিংসহ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কারণে প্রায় ৯০ ভাগ অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছে।

 
Electronic Paper