ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্কুলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
🕐 ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৫ শতাংশ জমি দখল করে নির্মাণ করা ১২টি দোকানঘর উচ্ছেদের দাবি উঠেছে। এ লক্ষ্যে গত বুধবার দুপুর ১২টায় চরহাজীগঞ্জ বাজারে মানববন্ধন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রী।

২০০০ সালে পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয়ের আংশিক জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্কুলটি পার্শ্ববর্তী চর অমরাপুর গ্রামে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এতে চরহাজীগঞ্জ বাজার ঘেঁষে বিদ্যালয়ের মোট ১৫ শতাংশ জায়গা ১৮ বছর ধরে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে জবরদখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালীরা।

এদিকে বুধবার বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যরা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি নিয়ে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সদস্য ও চরহাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম। মানববন্ধনের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আবুল কালাম।

 
Electronic Paper