ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বোয়ালমারীতে আ.লীগের দুইপক্ষের সংঘর্ষ

ঘরবাড়ি ভাঙচুর, আহত ৪০

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
🕐 ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এ সময় উভয় গ্রুপের ২৫টি ঘরবাড়ি ভাঙচুর লুটপাট হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, গত রোববার বেলজানী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের আব্দুর রউফ মাতুব্বর মাঠে যাওয়ার পথে ময়না ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সবুজ সমর্থক কয়েকজন অতর্কিত হামলায় আহত হয়। এ ঘটনায় রউফ মাতুব্বরের ছেলে বাবলু মাতুব্বর বাদী হয়ে ওইদিন বিকালে ৫১ জনকে আসামি করে থানায় মামলা করে।

এরই জেরে মঙ্গলবার ভোরে আলাউদ্দিন মাতুব্বরের গ্রুপ সবুজ মেম্বারের গ্রুপের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়।

আলাউদ্দিন মাতুব্বর বলেন, আওয়ামী লীগ নেতা সবুজ মেম্বর ও ঝিন্না মিয়ার (ট্রাকচালক) লোকজন আমার পক্ষের লোকজনকে মারধর করে। সবুজ মেম্বার বলেন, কোনো কারণ ছাড়াই আলাউদ্দিন মাতুব্বরের সমর্থকরা আমাদের লোকদের ওপর অতর্কিত হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর লুটপাট করে। এ ছাড়া তার লোকজন বিভিন্ন সময় আমার লোকজনকে মারধর করত।

থানার এসআই সাইফুদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 
Electronic Paper