ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেহাল সড়কে দুর্ভোগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
🕐 ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

মানিকগঞ্জের সিংগাইর-সায়েস্তা-মানিকনগর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্পেটিং ও ইটের সলিং উঠে গিয়ে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব স্থানে গাড়ি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সিএনজিচালক মিলন মিয়া জানান, সড়কে শতাধিক খানাখন্দ থাকার কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অনেক সময় গর্তের মধ্যে সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহতও হয়েছে।

ট্রাকচালক আপন মিয়া জানান, এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হলেও সংস্কারের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চালকরা সবসময় ঝুঁকির মধ্যে গাড়ি চালিয়ে আসছে। বৃষ্টির সময় গর্তগুলো তলিয়ে থাকে। এতে করে গাড়ি উল্টে অনেক দুর্ঘটনা ঘটনা ঘটলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 
Electronic Paper