ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জৌলুস হারাচ্ছে মধুমতি

গোপালগঞ্জ প্রতিনিধি
🕐 ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদী ৩০ বছর আগেও খরস্রোতা ছিল। এখানে চলতো বড় বড় স্টিমার, লঞ্চ, কার্গো জাহাজ। উৎপাদিত কৃষি পণ্য পরিবহন করা হতো এ নদী দিয়ে। বর্তমানে চর পড়ে যাওয়ায় এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি নদীটির দুই পাশ দখলের প্রতিযোগিতায় নেমেছেন।

অন্যদিকে শহরের বর্জ্য নদীতে এসে পড়ায় হারাচ্ছে জৌলুস। বর্তমান সরকার সারা দেশে নদী দখল মুক্ত করতে অভিযানে নেমেছে। গোপালগঞ্জ পৌররসভা থেকে ১২ কোটি টাকা ব্যয়ে নদী খনন ও সৌন্দর্য বর্ধনের কাজও চলছে। কিন্ত এক শ্রেণীর মানুষ দিন দিন বাড়ি ঘর নির্মাণ করে ভরাট করেছে নদীর পাড়। গোপালগঞ্জ শহর থেকে চাপাই ব্রিজ পর্যন্ত নদীর দুই পাশ দিয়ে রাস্তা হওয়ার কথা রয়েছে। কিন্ত বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বাড়ি ঘর নির্মাণের কারণে।

পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেছেন, নদীটি দখল হয়ে যাচ্ছে। জেলা প্রশাসককে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 
Electronic Paper