ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফল্যের গল্প শোনালেন শ্রমিকরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

‘অগ্রযাত্রা’ নামে শ্রমিকদের অংশগ্রহণে গতকাল গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এসকিউ সেলসিয়াস লিমিটেডে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একের পর এক উৎপাদন করে কর্মক্ষমতা পেরিয়ে গেছেন এমন দুজন শ্রমিক তাদের সাফল্যের গল্প শুনিয়েছেন। হাজার হাজার শ্রমিক সাফল্যের গল্প শুনে অভিভূত হয়েছেন।

লিংকিং অপারেটর ফারুক হোসেন বলেন, কোম্পানির যথা নিয়মে কারখানায় প্রবেশ এবং বের হওয়া, উৎপাদন কাজের সময় অন্য কোথাও মনোযোগ না দেওয়া, বিনা কারণে ছুটি না নেওয়ায় তারা অন্য সকল শ্রমিকের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হন।

শ্রমিকদের অংশগ্রহণে বিনোদনের এ আয়োজনে অতিথি ছিলেন এসকিউ গ্রুপের চিফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চিফ অপারেটিং অফিসার আমানুর রহমান খান, চিফ অপারেটিং অফিসার হুমায়ুন মোস্তাক প্রমুখ।

 
Electronic Paper