ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সখীপুরে ‘মৎস্যকন্যার’ জন্ম, আড়াই ঘণ্টা পর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
🕐 ১:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

সখীপুরে ‘মারমেইড সিনড্রোম’-এর শিকার একটি শিশু জন্ম নেয়ার আড়াই ঘণ্টা পর মারা গেছে। রোববার সন্ধ্যায় ওই শিশুটি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে।

শিশুটির মা উপজেলার বাঘেরবাড়ি গ্রামের কৃষক আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা আক্তার।
জানা যায়, ‘মারমেইড সিনড্রোম’ এ আক্রান্ত শিশুদের মূলত ‘মৎস্যকন্যা’ বলে অভিহিত করা হয়ে থাকে। তাদের দুটি পা জোড়া লাগানো থাকে এবং প্রজনন অঙ্গ থাকে না। ফলে লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয় না।
ওই হাসপাতালের চিকিৎসক মো. আবদুস সাত্তার বলেছেন, সাধারণত প্রতি লাখে এমন শিশু জন্মগ্রহণ করে থাকে। শিশুটি মারমেইড সিনড্রোমের (আক্রান্ত) শিকার। এর আভিধানিক অর্থ হচ্ছে মৎস্যকন্যা। ওই শিশুর মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের এবং নিচের অংশ মাছের লেজের মতো।

 
Electronic Paper