ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়কে পা থেঁতলালো আরও দুজনের

গাজীপুর প্রতিনিধি
🕐 ১০:৪৩ অপরাহ্ণ, মে ২০, ২০১৮

মহাসড়কে চালকদের বেপরোয়াপনার শিকার হলেন আরও দুজন। গতকাল রোববার সকালে গাজীপুরে পৃথক দুটি ঘটনায় পা থেঁতলে গেল  দুজনের। জেলার শ্রীপুর মহাসড়ক ও একটি  আঞ্চলিক সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পা থেঁতলে যাওয়া দুজন হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেহেরুল্লা সরকার (৩৫) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার আরিফুল  ইসলাম (২৮)। জানা যায়, ১নং সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উল্টোপথে একটি ট্রাক দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটির চালকের সহকারী আরিফুলের দুই পা থেঁতলে যায়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি দুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, বেলা ১১টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় সলিংমোড়-গাজীপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার পাল্লাপাল্লির মাঝে পড়ে মেহেরুল্লা সরকার নামের এক মোটরসাইকেল আরোহীর পা থেঁতলে যায়। এতে তার স্ত্রী সাবিনা সরকারও (২৬) আহত হয়েছেন। সাবিনা সরকার জানান, মোটরসাইকেলে তারা বাড়িতে ফিরছিলেন। আনন্দবাজারের কাছে তাদের মোটরসাইকেলটিকে দুই পাশ থেকে ওভারটেক করার চেষ্টা করে সিএনজিচালিত একটি অটোরিকশা ও ব্যাটারিচালিত একটি অটোরিকশা। একপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশাটি ডান পাশ দিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। তার স্বামীর পা থেঁতলে যায় এবং তিনিও আহত হন।
আহত মেহেরুল্লাকে প্রথমে শ্রীপুরের আল হেরা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 
Electronic Paper