ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনারগাঁয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মো. মীমরাজ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
🕐 ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

সোনারগাঁয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকালে ২ শিশু বাড়ির উঠানে খেলা করছিলো। খেলা করার কোন ফাঁকে বাড়ির পাশের পুকুরে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 
Electronic Paper