ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

র‌্যাব পরিচয়ে ছিনতাই, ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

র‌্যাব পরিচয়ে ছিনতাই, ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারন সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে র‌্যাব পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ব্যবসায়ী মো. সুজন বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লার কোতয়ালী এলাকার ব্যবসায়ী মো. সুজন মুঠোফোন নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় পৌছালে গাড়ী থামিয়ে র‌্যাব পরিচয়ে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু সহ ৩-৪ জনের একদল ছিনতাইকারী ২৮০টি মুঠোফোন ছিনতাই করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা। ওই ব্যবসায়ীর দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
Electronic Paper