ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সালথায় বাড়ছে ডেঙ্গু, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হয়নি ইনডোর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
🕐 ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

সালথায় বাড়ছে ডেঙ্গু, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হয়নি ইনডোর

ফরিদপুরের সালথায় বেড়েই চলছে ডেঙ্গু জ্বরের প্রবণতা। প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভিড় করছে জ্বরের রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই উপজেলায় এপর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হয়নি ইনডোরের ব্যবস্থা। এরপরও প্রতিনিয়ত ফ্লুইডসহ সেবা পাচ্ছে ডেঙ্গু রোগিরা।

 

গত কয়েক বছর ধরে ডেঙ্গু দেখা দিলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি সালথায়। তবে এবার গত এক মাসেই দুই জনের মৃত্যু হয়েছে ফরিদপুর বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী এপর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২১৯ জন। এছাড়াও উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর চালু না হওয়ায় অনেক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে রক্তের জলীয় অংশ কমে যায়। এতে রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপ কমে যায়। রক্তের তারল্য ঠিক রাখতে ও রক্তচাপ স্থিতিশীল রাখতে রোগীকে স্যালাইন দিতে হয়। একজন রোগীকে দিনে এক থেকে দুই লিটার, কোনো কোনো ক্ষেত্রে এর বেশি স্যালাইন দেওয়া প্রয়োজন হয়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সাধারণত দশমিক ৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইড স্যালাইন রোগীর শরীরে পুশ করতে হয়। এটাকে ‘নরমাল স্যালাইন’ বলা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন বলেন, গত জুলাই মাস থেকে এপর্যন্ত ২১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে এই মাসে সবচেয়ে বেশি রোগী এখানে আসছে। তাদেরকে ফ্লুইডসহ চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাইরেও জেলার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এখানে ইনডোর চালু হলে রোগীরা আরও সেবা পেতো। তারপরও আমরা সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত আছি।

 
Electronic Paper