এমপি হাবিব হাসানের উদ্যোগে তুরাগে নৌকাবাইচ
মাহফুজুল আলম খোকন, উত্তরা
🕐 ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

রাজধানীর তুরাগ নদীতে অনুষ্ঠিত হলো বছরের সেরা নৌকাবাইচ প্রতিযোগিতা। স্থানীয় আনোয়ার চিশতির আয়োজনে অনুষ্ঠিত কোটবাড়ী নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে তুরাগ নদীর দুই পাড়ে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। সকাল থেকেই স্থানীয়রা ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে তুরাগ নদীর দুই পাড়ে ভীড় জমায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো রং বে-রংয়ের সাজে সজ্জিত করা হয়।
এর আগে সকাল থেকেই স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাবিব হাসানের উদ্যেগে তুরাগ পাড়ে নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। এসময় ঢাকা-১৮ আসন এলাকার প্রায় হাজার খানেক নেতাকর্মীকে নিয়ে দুপুরের খাওয়ার আয়োজন করেন হাবিব হাসান এমপি। বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকালের ভোজনে আটারো আসন এলাকার প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মাঝ নদীতে খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় নেতাকর্মীরা বেশ আনন্দ উপভোগ করেন।
নৌকাবাইচ ও আনন্দ আয়োজনে অংশ নেওয়া একটি থানার সভাপতি প্রতিবেদককে বলেন, আমাদের এমপি মহোদয় নেতাকর্মীদের মনের ভাষা বুঝেন। বিএনপি-জামায়াতের শান্তি শৃঙ্খলা বিরোধী নানান প্রোগ্রামে দলবল নিয়ে আমরা সবসময় উপস্থিত থাকি। নগর আয়োজিত কোন প্রোগ্রাম আমাদের এমপি মহোদয় মিস করেন না। তাই আন্দোলনের এক ফাঁকে আজকে আমাদেরকে নিয়ে এমপি মহোদয় নৌকাবাইচ প্রতিযোগিতা ও আনন্দ আয়োজনের মধ্যদিয়ে দিনটিকে স্মরনীয় করে দিলেন। আমরা খুব খুশি। আমাদের নেতা হাবিব হাসান সত্যিকারের নেতা, যিনি কর্মীদের মনে ভাষা বুঝেন। আজকের লক্ষাধিক লোকের উপস্থিতি তাই প্রমাণ করেন। এমপি মহোদয়ের ডাকে কেহ ঘরে থাকেন না।
উল্লেখ্য, কোটবাড়ী নৌকাবাইস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এ সময় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
