টঙ্গীতে মাদকসহ ২ কারবারি গ্রেফতার
সুজন সারোয়ার, টঙ্গী
🕐 ৫:৪৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিএমপি পশ্চিম থানা পুলিশ। রোববার (২৮ মে) রাতে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আফরিন ইসলাম লিপি (২২), শাহজালাল ঢালি (৩২)। আসামীরা টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করতো।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, রোববার রাতে টঙ্গী পশ্চিম থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুরা পশ্চিমপাড়া আমিনুল এর বাড়ির সামনে দুইজন মাদক কারবারি মরণনেশা ইয়াবা কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আফরিন ইসলাম লিপি ও শাহজালাল ঢালি নামে দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
