মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
টঙ্গীবাড়ী প্রতিনিধি
🕐 ৫:৩৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

মাদক মামলার পলাতক আসামি মোঃ আঃ রহিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকার মিরপুর এলাকা হতে আজ সোমবার (২৯ মে) গ্রেফতার করা হয়।
সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
টঙ্গিবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন বলেন, ২০১৫ সালে ঢাকার মেট্রোপলিটন আদালত আসামি আঃ রহিমকে মাদক মামলায় ৬ বছরের কারাদণ্ড প্রদান করে। এরপর হতেই পলাতক ছিল সে। আজ সকালে র্যাব-১০ এর এসআই মেহেদুল ইসলামের সার্বিক সহায়তায় তাকে ঢাকার মিরপুর এলাকা হতে গ্রেফতার করি।
এ ব্যপারে টঙ্গীবাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিল। তাকে দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
