ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এরশাদ কন্যার বিরুদ্ধে মামলা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত কন্যা ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বর্তমান জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার অনুগামী উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মামলাটি দায়ের করেন।

ফেসবুকে মৌসুমীর বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া।

মামলায় বাদী উল্লেখ করেন, কিছুদিন যাবত অনন্যা হুসেইন মৌসুমী তার ফেসবুকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে মানহানি করছেন। তাই তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

এ বিষয়ে মৌসুমী বলেন, মহাসচিবের নির্দেশনায় আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আমাকে ঘায়েল করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এ মামলা করা হয়।

 
Electronic Paper