টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
সুজন সারোয়ার, টঙ্গী
🕐 ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

টঙ্গী পশ্চিম থানার পুলিশ খরতৈল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে টঙ্গীর ৫১নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করার ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, শাকিল(১৯), সজীব(২০), রঞ্জু (৩২), সোহাগ(১৭), নাবিল(১৭), সাজেদুল ইসলাম রনি(১৬), জীবন @ রাব্বি (১৬), রাজন (১৫)। আসামীরা সকলে টঙ্গীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম জানায়, বুধবার রাতে খরতৈল ৫১নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার আভিযানিক একটি দল সেখানে অভিযান পরিচালনা করে, ৮ ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। পুলিশ ডাকাত দলের সদস্যদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
