ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

মোঃ মীমরাজ হোসেন, সোনারগাঁ
🕐 ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি গ্রামের তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর। এতে গ্রামগুলোর বাসিন্দার সড়কে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, রতনপুর, ভবনাথপুরসহ পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করে তিতাস।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছিলো। অভিযানে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ছয় কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেওয়া হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

 
Electronic Paper