টঙ্গীবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আপন সরদার, টঙ্গীবাড়ী
🕐 ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী আলামিন (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত আলামিন উপজেলার যশলং ইউনিয়নের ছোট কেওয়ার গ্রামের সোবহান মোল্লার ছেলে।
সোমবার দিবাগত রাত ১২:০৫ মিনিটে যশলং ইউনিয়নের আলদি এলাকা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন।
এসআই আল মামুন জানান, ঢাকার রামপুরার একটি মাদক মামলায় দেড় বছরের সাজা হয় আলামিনের। তার পর থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সের সহায়তায় সোমবার দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে ছোট কেওয়ার থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার বেলা ১১ টায় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
