দুই ইলিশের দাম ১৭ হাজার টাকা
গোয়ালন্দ প্রতিনিধি
🕐 ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মায় প্রায় চার কেজি ওজনের দুটি ইলিশ মাছ সতেরো হাজার দুই শত টাকায় বিক্রি হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের নিকট জেলেদের জালে মাছটি ধরা পরে। আজ সকালে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে দুলালের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে মাছটি চার হাজার টাকা কেজি দরে শাকিল সোহান আড়তের মালিক শাজাহান শেখ কিনে নেয়। পরে তার পরিচিত আরেক মাছ ব্যাবসায়ীর কাছে চার হাজার তিনশত টাকা দরে সতের হাজার দু’শ টাকা বিক্রি করে দেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহরিয়ার জামান বলেন, জেলেরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বিরত ছিল এটা তারই ফল। নদীতে মাছগুলো অনেক বড় হয়ে গেছে। ফলে তারা বড় বড় মাছ পাচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
