ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘর পাচ্ছেন ৪০ বছর খুপড়িতে থাকা মালেছা

আশিকুর রহমান, নরসিংদী
🕐 ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

ঘর পাচ্ছেন ৪০ বছর খুপড়িতে থাকা মালেছা

মালেছা খাতুন নামে ৭০ বছর বয়সী বৃদ্ধা গত ৪০ বছর ধরে বাস করছেন নরসিংদীর সদর উপজেলার বাগহাটার টেকপাড়া এলাকার কবরস্থানের ভেতরে থাকা খুপড়িতে। সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘর আবেদন করলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্ধ পায় মালেছা। কখনও ভাবেননি কপালে জুটবে বসবাসের এক টুকরো জমি ও ঘর।

 

করস্থানের এই খুপড়িতেই ২ সন্তান জন্ম দেয়া বিধবা এই নারী জীবনের পড়ন্ত বেলার এসে তাইতো ফেলছেন আনন্দের অশ্রু। দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনে এবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ ধাপে সদর উপজেলার শীলমান্দি আশ্রয়ণ প্রকল্পে দুই শতক জমির দলিলসহ সেমিপাকা ঘর পেতে যাচ্ছেন শোনে খুবই খুশি তিনি।

এই সময় সময় সংবাদের কাছে মালেছা বেগম আনন্দে অশ্রুশিক্ত হয়ে বলেন, ছোটবেলা থেকেই আমি ও আমার পরিবার ভূমিহীন। ৪০ বছর ধরে বাগহাটা এলাকার কবরস্থানের জায়গায় খুপড়ি ঘর বেধে বসবাস করে আসছি। আমার বাবার কবরও হয়েছে এই খানে। জীবনেও ভাবিনি জমিসহ থাকার ঘর পাবো। এতো বছর আমার দিকে কেউ তাকায়নি প্রধানমন্ত্রীর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে এই উপহারে পেয়ে আমি খুবই খুশি। আমি যতদিন বেচেঁ থাকবো তার জন্য দোয়া করব।

শুধু মালেছা বেগম নয় আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ ধাপে নরসিংদীর ৬ উপজেলায় ৩৪টি স্পটে ৪৫৯ জন পাচ্ছেন জায়গা ও নতুন ঘর। ভূমিহীন ও গৃহহীন এসব মানুষের স্বপ্ন পূরণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। যারা একসময় থাকতেন অন্যের বাড়ির আঙিনায়, রেলস্টেশনে, কেউ বাসস্ট্যান্ডে, বাজার বা সড়কের পাশে কিংবা পরিত্যাক্ত ভবনের ছাউনির নিচে। আগামী ২২ মার্চ থেকে ছালেহা বেগমের মতো তাদেরও স্থান হবে পাকা ঘরে সেই সাথে হবে স্থায়ী ঠিকানা।

নরসিংদীর শিবপুর উপজেলার সেলিনা বেগম বলেন, আমি বাসস্টেশনে থাকতাম, জমি বাড়িঘর কিছুই ছিলো না আমার। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে মাথা গোঁজার ঠাই পেলাম। আমার মত সকল অসহায়রা এখন বাড়ি ও জায়গার মালিক। ভাবতে ভাল লাগছে।

ভূমিহীন ও গৃহহীন এসব মানুষের স্বপ্ন পূরণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প।

এর আগে তিন ধাপে জেলার ৭০২ পরিবারকে দেয়া হয় পানি, বিদ্যুৎ, টয়লেটসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর। কষ্টের দিনগুলোর কথা ভুলে গিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন সুবিধাভোগী পরিবারগুলো। অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে তাদের আত্মকর্মসংস্থানের জন্যও নেয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। ৪র্থ ধাপে ৩৪ টি স্পটে নির্মাণ করা আরও ৪৫৯ জন গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হবে আগামী বুধবার (২২ মার্চ)। এসময় ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

শীলমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ বলেন, আশ্রয়ণ প্রকল্পগুলোতে প্রকৃত ভূমি ও গৃহহীনদের আশ্রয় হয়েছে। পাশাপাশি চলাচলের সুবিধা উপযোগী সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় তারা আলোকিত পরিবার হয়ে উঠবে।

আর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত বলেন, শুধু থাকার জায়গা নয়, তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেলক্ষে সরকারি বিভিন্ন দপ্তর থেকে যোগ্যতা অনুযায়ী তাদের প্রশিক্ষিত করা হচ্ছে। যাতে তারা কর্ম করে স্বাবলম্বী হতে পারেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ বলেন, এরই মধ্যে আশ্রয় পাওয়া পরিবারগুলোর জীবন মানে অনেকটা পরিবর্তন এসেছে। কেউবা করছেন হাঁস-মুরগি, ছাগল ও গরু লালন-পালন। সন্তানদের পাঠাচ্ছেন স্কুলে। বসতির দুশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্ত মনে কাজ করে এগিয়ে নিচ্ছেন সংসার। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।

এদিকে, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, স্বচ্ছলতা। দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে নরসিংদী জেলায়। জেলার ৬ উপজেলায় ৪ ধাপে নির্মাণ করা মোট ১১৬১টি ঘরের মধ্যে তিনধাপে ৭০২ ও ৪র্থ ধাপে ৪৫৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে আনা হলো আশ্রয়ণ প্রকল্পের আওতায়। এছাড়া ৪ টি পরিবারকে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার অর্থায়নে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত জেলা হতে যাচ্ছে নরসিংদী জেলা। নরসিংদী ছোট জেলা হওয়ায় খাস জমি বেশি না থাকায় আমাদের ১১ একরের মত জমি কিনতে হয়েছে, যার ব্যয় হয়েছে সাড়ে ১১ কোটি টাকা। আর ঘর নিমার্ণে ব্যয় হয়েছে ২ লক্ষ ৮৩ হাজার। অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে এসব মানুষকে আত্মকর্মসংস্থানের জন্যও নেয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আগামী বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

 
Electronic Paper