গজারিয়ায় নারীসহ ২ মাদক ব্যবসায়ী আটক
গজারিয়া প্রতিনিধি
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আসামিদের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা ও ৯'শ গ্রামে গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরো দুই মাদক ব্যবসায় পালিয়ে যায় বলে জানানো হয়।
আটককৃতরা হলেন, ইমামপুর যষ্টিতলা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মামুন ওরফে শুটার মামুনের স্ত্রী মিনু আক্তার (৩৫) ও ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব(২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ শাখার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁইঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটা থেকে আমরা গজারিয়ায় অভিযান শুরু করি। এসময় পৈক্ষারপাড় গ্রামে থেকে মাদক ব্যবসায়ী হাবিবকে আটক করি তবে রাসেল নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় তাদের ঘরবাড়ি তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপর ইমামপুর ইউনিয়নের যষ্টিতলা গ্রামের বেপারি বাড়িতে অভিযান পরিচালনা করে মিনু আক্তার নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে তার স্বামী মামুন কৌশলে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে গজারিয়া থানা পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
