আশুলিয়ায় ইলেকট্রনিক্সের দোকানে চুরি
শাহিনুর রহমান শাহিন, সাভার
🕐 ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০২, ২০২৩

ঢাকার আশুলিয়ার পানধোয়া বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্র ওই দোকান থেকে ২২ টি ২০০ ওয়াটের আইপিএস বেটারি, ১৫ টি আইপিএস মেশিন এবং নগদ ৩২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার ভোর রাতে পানধোয়া বাজার মসজিদ সংলগ্ন দীপ্ত ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।
দোকান মালিক কাজী মাহাফুজুর রহমান দীপ্ত জানান, সামনে গ্রীষ্মকাল আসছে তাই দোকানে মালামাল উঠানো হচ্ছিল। তাই আইপিএসের ব্যাটারি, আইপিএস মেশিন দোকানে মজুদ করা হচ্ছিল। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে তার বাবা দোকান খুলতে এসে দেখেন শাটারে তালা নেই। পরে ভেতরে ঢুলে দেখেন ভেতরে কোন মালামাল নেই।
তিনি জানান, তার দোকান থেকে ১২ ভোল্টের ২২টি ব্যাটারি, আইপিএসের ১৫টি মেশিন ও নগদ ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি যাওয়া পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা।
বাজার পাহাড়ায় রাতে ৪ জন নাইটগার্ড থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনার সাথে বাজারের নিরাপত্তা কর্মী শফিকুল, মানিক, জুয়েল ও দ্বীন ইসলাম জড়িত আছেন বলেও জানান তিনি।
পানধোয়া বাজার কমিটির সভাপতি এরশাদুল হোসেন জানান, চুরির ঘটনা দুঃখজনক। তবে বিষয়টি নিয়ে রাতে আমরা নাইটগার্ডদের দিয়ে বসবো। বসেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আশুলিয়া থানার এস আই রাজু মন্ডল জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া নাইটগার্ডদের সাথেও কথা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
