ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টঙ্গীবাড়ীতে ১৫ ডাকাত আটক

টঙ্গীবাড়ী প্রতিনিধি
🕐 ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

টঙ্গীবাড়ীতে ১৫ ডাকাত আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ডাকাতির ঘটনা উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

২০ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলার অভিযান চালিয়ে এ সমস্ত ডাকাতদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল-মামুন।

তিনি জানান, চাঞ্চল্যকর এই ডাকাতি মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের ফুটেজ, জিপিএস ট্রাকিংসহ পার্শ্ববর্তী জেলার ডাকাতি মামলা পর্যেবক্ষণ করে ২২ জন জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে অভিযান এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতাকৃতদের তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ইতোমধ্যে লুণ্ঠিত নগদ ১০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি তালা কাটার যন্ত্র, ২টি শাবল, ১টি লোহার রড ও ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়ে ১০ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছি।

গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে ৮ জন মাদারীপুর, ৬ জন শরীয়তপুর এবং একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির সাথে জড়িত মো. শফিকুল ইসলাম, (২৭), মো. ফরিদ হাওলাদার (৪৫), মো. আনোয়ার হোসেন (৪২), আব্দুর সোবহান ঢালী (৩২), কামাল খান (৪১), মো. দেলোয়ার খলিফা (৩৭), মো. ফারুক খা (২১), মো. কালু হাওলাদার (৩৮), হিরন তালুকদার (৪৩) এবং মিলন খলিফা (৩১) আদালতে দোষ স্বীকারোমুক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এছাড়া শাহিন শেখ (২২ ) সিরাজুল মাদবর (২৮) মোঃ ইমরান মাদবর( ২৬) সবুজ খা (৩০ )এবং মোহাম্মদ শাহিন শিকদারকে( ৩২) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. আদিবুল ইসলাম, ইয়াসিনা ফেরদৌস, সদর সার্কেল থান্দার খায়রুল হাসান, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান প্রমুখ।

উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর রাতে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে ডাকাতের ঘটনা ঘটে । এসময় ১১ টি স্বর্ণের দোকানসহ একটি মুদি দোকান ও ১ ফার্মেসি হতে ৩৭ ভরি সোনা, ২৭০ ভোড়ি রূপাসহ ৪০ লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় ৩০ শে ডিসেম্বর গোকুল দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

 

 
Electronic Paper