উত্তরা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি সোহেল, সম্পাদক মাসুদ
মাহফুজুল আলম খোকন
🕐 ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি উত্তরা শাখার ২০২৩-২৪ দ্বি-বার্ষিক নির্বাচনে সোহেল আহমেদ দ্বিতীয় বারের মতো সভাপতি ও মো: মাসুদ রেজা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২৮ জানুয়ারি) উত্তরা ল্যাকভিউ হাসপাতালে নির্বাচন অনুষ্ঠিত এই নির্বাচনে ৭৯ জন ভোটারের মধ্যে ছয়টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৬২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত মো. সোহেল আহমেদ এবং ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.মাসুদ রেজা।
এছাড়া সহ-সভাপতি পদে ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ুম খান, ৪৯ ভোট পেয়ে যুগ্মসাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর কবির। ৫১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুর রহিম ও ৩৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাহাব উদ্দিন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
