ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি সুমন কর

এস.এম আকাশ, ফরিদপুর
🕐 ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

ফরিদপুরে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি সুমন কর

আবারো ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হলেন জেলার মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর।

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আবারো তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন করকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন। এর আগেও তিনি দুই বার জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী সার্কেলের তিন থানা (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, সম্পত্তি সংক্রান্ত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, পুরস্কার পাওয়া মূল উদ্দেশ্য নয়, জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ায় আমার মূল উদ্দেশ্য। আপনাদের সহযোগিতা পেলে আমি সব সময় জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই।

সাধারণ জনগণ বলেন, চেয়ারম্যান, মেম্বাররা কখনোই ন্যায় বিচার করতে পারে না। তারা সব সময় চেষ্টা করে তার প্রতিপক্ষের লোক জনকে হয়রানী করার। শুধুমাত্র পুলিশই নিরপেক্ষভাবে জনগণের পাশে থাকে। বিপদে আপদে আইনি সহযোগিতা করে থাকে।

 
Electronic Paper