সালথায় গাঁজাসহ যুবক আটক
সালথা প্রতিনিধি
🕐 ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২২

ফরিদপুরের সালথায় সম্রাট শেখ (৩৪) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের কাউষখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। সম্রাট ওই গ্রামের শাহ আলম শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক এর নেতৃত্বে থানার এসআই আনিচুর রহমানসহ একটি পুলিশ টিম বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাউষখালী গ্রামে অভিযান চালিয়ে ফরিদ খানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সম্রাট শেখকে আটক করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
