ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টঙ্গীতে হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে পিঠা উৎসব

টঙ্গী প্রতিনিধি
🕐 ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

টঙ্গীতে হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে পিঠা উৎসব

গাজীপুরের টঙ্গী দক্ষিণ আউচপাড়া হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে পিঠা ও শ্রেণি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে এক আনন্দঘন পরিবেশে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন ধরনের পিঠা পুলি, ফুচকা-চটপটি, পপকর্ণ, কেক, হাওয়াই মিঠাই ও ঝালমুড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন।

প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক এসকেএম নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবদিক পীরজাদা নোয়াব আলী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, লিয়াকত আলী খাজা, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম জোহান, সৈকত পাঠান, ফরহাদ হোসেন বাবু মুন্সী, সোহেল আরমান।

এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, শিফট-ইনচার্জ নাজমুল আলম, আব্দুল সাত্তার, শাহাদাৎ হোসেন, মাসুদুর রহমান, সিদ্দিকুর রহমান, জাকির হোসেন, আসাদুজ্জামান, কাজী নূর মোহাম্মদ চঞ্চল, সোহেল রানা, বিপুল কুমার, মেহেদুল হক, রাজিয়া খাতুন, মাওলানা নাসির উদ্দিন তাহসিন, ইমরান খান, জান্নাতুল ফেরদৌস শিখা, জিন্নাতারা নিপা, শারমিন আক্তার, মাহমুদা নাসরিন, শাবনূর আক্তার পপি, হালিমা খাতুন ও আব্দুল কাদের প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
Electronic Paper