সালথায় লাবু চৌধুরী এমপিকে সংবর্ধনা
আবু নাসের হুসাইন, সালথা
🕐 ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

ফরিদপুর-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণ সংবর্ধনা দিয়েছে সালথা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
