ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশুলিয়ায় ক্লিনিক-হোটেল ভাংচুর, আহত ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২২

আশুলিয়ায় ক্লিনিক-হোটেল ভাংচুর, আহত ৫

ঢাকার আশুলিয়ায় মার্কেট মালিকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে হামলা-ভাংচুর করেছে প্রতিপক্ষ। ঘটনায় জাহান ডেন্টাল কেয়ার ও আল্লাহর দান হোটেল নামের দুটি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। ঘটনায় উভয় পক্ষের ৫জন আহত হন। এ ঘটনায় আশুলিয়া থানায় পাল্টা-পাল্টি দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আদর্শ সুপার মার্কেটে হামলার এ ঘটনা ঘটে।

আদর্শ সুপার মার্কেটের মালিক বকুল ভুইয়া জানান, জামগড়া এলাকার তমিজ উদ্দিন মীরের ছেলে সুমন মীরের সাথে তাদের পূর্ব শত্রুতা জের ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে সুমন মীরের নেতৃত্বে তার সহযোগী শাহীন, ইমরান, আইয়ুব, রশিদ এবং সোহান সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫জন তার জামগড়াস্থ আদর্শ সুপার মার্কেটে হামলা চালায়।

এসময় মার্কেটের ব্যবসায়ীদের এলোপাথারি মারপিট করতে থাকে। একপর্যায়ে মার্কেটের দ্বিতীয় তলায় থাকা জাহান ডেন্টাল কেয়ারের ডেন্টাল চেয়ার, থাই গ্লাস, এসি ও সাইনবোর্ড ভাংচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে তারা একই তরায় থাকা আল্লাহর দান হোটেলে ভাংচুর চালায় এবং ক্যাশে থাকা ৩৫ হাজার টাকা লুট করে।

এরপর নীচে গিয়ে একটি সুতার দোকানের সাটারে রাম দাঁ দিয়ে কুপিয়ে এবং ভেতরে ঢুকে সুকেচ ভাংচুর করে। বাঁধা দিতে গেলে মারুফ নামের তার চাচাতো ভাইকে এলোপাথারি মারধর করতে থাকে। একপর্যায়ে তার বাম হাতে চাকু দিয়ে কুপ দেয়। এছাড়া ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে আসা একজন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে তিনি রাতেই আশুলিয়া থানায় সুমন মীরকে প্রধান এবং আরো ৫জনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, অভিযুক্ত সুমন মীর জানান, বকুল ভুইয়ার ছেলে রনি ও তার লোকজন তার মালিকানাধীন ইন্টারনেটের লাইন বিভিন্ন সময়ে কেটে ফেলে। এর প্রতিবাদ করলে রনি ও তার লোকজন মিলে আমার কর্মচারীদের উপর হামলা করে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে রাব্বি, মোছা ও ছানীকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া তাদের মার্কেটে একটি ফার্মেসী সহ চারটি দোকান ভাংচুর করেছে রনি গংরা। এ ঘটনায় রাতেই তার ম্যানেজার শাহীন ১৫জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আশুলিয়া থানার ওসি (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 
Electronic Paper