ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শরীয়তপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
🕐 ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

শরীয়তপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দূর্নীতি, ধর্মীয়, উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক,বাল্যবিবাহ বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গোসাইরহাট উপজেলার সামাজিক-সম্প্রীত কমিটির উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সামসুর রহমান কলেজের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক,ছাত্রছাত্রী সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে ও উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা সুজন দাশ গুপ্ত এর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি সামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোসাইরহাট সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগের দিনের মতো সমাজে আর একে অপরের প্রতি সম্প্রীতি নেই। হিন্দু- মুসলিম, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবার এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

 
Electronic Paper