ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কটিয়াদীতে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
🕐 ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

কটিয়াদীতে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্ব শক্রতার জেরে হানিফ (৪৬) নামের এক ব্যবসায়ীকে মারধরের পর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী।

আহত হানিফ মিয়া মুমুরদিয়া ইউনিয়নের লাংটিয়া গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে উপজেলার লাংটিয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার রাতে ব্যবসায়ী কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন হানিফ। এসময় বিবাদী ইয়াকুব আলী মুহুরী গং-রা দেশীয় অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার হাতে গুরুতর আঘাত করে সঙ্গে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় স্বজনরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভাগলপুর জহিরুল মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করে।

ভুক্তভোগী হানিফ বলেন, ইয়াকুব আলী মুহুরী গং-রা আমরা ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাই করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কটিয়াদীর ওসি এসএম শাহাদত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।

 
Electronic Paper