কিশোরগঞ্জে টিকিট কালোবাজারী আটক, ৬৬টি অগ্রিম টিকিট উদ্ধার
মো.আল-আমীন, কিশোরগঞ্জ
🕐 ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

কিশোরগঞ্জে ট্রেনের ৬৬টি অগ্রিম টিকিটসহ এক কালোবাজারীকে আটক করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা হতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত মোঃ জীবন (৩০) কে গ্রেফতার করে। সে জেলার কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার মো: মীর জাহান উদ্দিন এর ছেলে।
গ্রেফতারের সময় তার নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা গামী ট্রেনের ৬৬টি আসনের অগ্রিম টিকিট পাওয়া যায়। এসময় তার সাথে থাকা ১টি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা জব্দ করা হয়।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানী কমান্ডার মো: শাহরিয়ার মাহমুদ খান প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
