ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যমুনা সেতুতে যানবাহন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
🕐 ৯:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এক ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে যানবাহন শ্রমিকরা।

শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে। এ সময় ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমণ্ডলে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এই ঘটনা ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৭টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের ওপর এলোপাথারিভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এর ফলে সেতু পূর্বপাড়ে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 
Electronic Paper