ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সালথায় বিদ্যুৎ পেল ১৯২ পরিবার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
🕐 ১১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৮

ফরিদপুরের সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসেবে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। এ সময় ১৯২টি পরিবারের মাঝে ৫০ লাখ ২৩ হাজার পাঁচশ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রাম শংকর রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, খোরশেদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতের লক্ষ্যপূরণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবারও সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন।

 
Electronic Paper