রাজবাড়ীতে মাদক বিরোধী র্যালি
রাজবাড়ী প্রতিনিধি
🕐 ২:২৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুন) সকাল ১০টার দিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম (টিটন), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান।
এসময় বক্তারা সমাজ থেকে মাদক নির্মুল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
