ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
🕐 ১২:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২

পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

পরীক্ষামূলকভাবে টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলো গাড়ি। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষামূলক টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। ১২০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি না তা পরীক্ষার জন্য পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে যানবাহন।

 
Electronic Paper