ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রূপগঞ্জে সমাজকল্যাণ সংস্থা'র বর্ষপূর্তি অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৪:৩৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

রূপগঞ্জে সমাজকল্যাণ সংস্থা'র বর্ষপূর্তি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামুল্যে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা'র ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপি উপজেলার কাঞ্চন পৌরসভার ফুড বাংলো রেস্টুরেন্ট মিলনায়তনে এ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।

এ সময় একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, আল রাফি হাসপাতালের পরিচালক রুহুল আমিন,ডিকেএমসি হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা'র প্রতিষ্ঠাতা মুহসিন ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, করোনকালীন জরুরি রক্তের প্রয়োজনে বিনামুল্যে রক্তদান করেছেন তারা। এ পর্যন্ত ৫ শতাধিক রোগীকে রক্ত দিয়েছেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, সব দানের চেয়ে সেরা দান রক্তদান। তা আবার বিনামূল্যে। এমন মানবিক সংগঠনগুলো সমাজের মানবিকতা রক্ষা করে চলেছে। মানুষের জন্য মানুষ তা প্রমাণ করতে পেরেছে। সবচেয়ে ভালো লাগে তরুনরা এমন সংগঠিত হয়ে কেউ রক্তদান,কেউ গাছ লাগানোর কাজ, কেউ দরিদ্রদের নানাভাবে সহায়তা করছে। এটাই সুন্দর সমাজের প্রতিচ্ছবি।

পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় মানবিক কাজে যুক্ত থাকায় প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 
Electronic Paper