ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেগুন দিয়ে গরুর মাংস খেয়েছেন কি?

পাকা রাঁধুনি ডেস্ক
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ০৮, ২০২১

বেগুন দিয়ে গরুর মাংস খেয়েছেন কি?

শুনে নিশ্চয় অবাক হচ্ছেন? ভাবছেন গরু আর বেগুনের তরকারি! খেতে না জানি কেমন হয়! তবে জানেন কি, খেতে খুবই অসাধারণ এই পদটি। একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা জাগবে।

তাই পরিবারের সবার সঙ্গে উপভোগ করুন খুব মজার এই পদটি। আর এটি তৈরি করাও বেশ সহজ।

চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: গরুর মাংস ১ কেজি (ছোট করে টুকরা করা), বেগুন ২৫০ গ্রাম (কিউব করে কাটা), ১টি বড় পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, আস্ত গরম মসলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ প্রতিটি ৩টি করে, গরমমসলা গুঁড়া সিকি চা চামচ, তেজপাতা ৪টি, আস্ত কাঁচা মরিচ ৭টি, তেল আধা কাপ।

প্রণালি: প্যানে তেল গরম করে তেজপাতা আর গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দিন। সোনালি করে ভেজে নিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। তারপর আদা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে জিরা আর ধনেগুঁড়া দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর ছোট করে কেটে রাখা মাংস আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংসের গায়ে পানি না শুকানো পর্যন্ত কষাতে থাকুন। তারপর অল্প করে গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি কমে গেলে আরো একবার কষিয়ে নিন। তারপর মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো গরম পানি দিয়ে ঢেকে দিন।

অন্য একটি প্যানে তেল গরম করে লবণ-হলুদ মাখা কিউব করে কাটা বেগুনগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল প্রায় শুকিয়ে এলে ভেজে রাখা বেগুনগুলো মাংসের উপরে বিছিয়ে দিন। সঙ্গে আস্ত কাঁচামরিচ আর গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিয়ে ঢেকে দমে রাখুন।

এসময় চুলার আঁচ কমিয়ে দিন। কোনো অবস্থাতেই জোরে জোরে নেড়ে বেগুন ভেঙ্গে ফেলবেন না। নাড়তে হলে খুব হাল্কা হাতে নাড়ুন। মিনিট দশেক পর ঢাকনা সরিয়ে বেগুন সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। তেল উপরে উঠে মাখামাখা হয়ে থাকলে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 
Electronic Paper