ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রেস্তোরাঁর রঙিন চিকেন

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

চিকেন দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার আমরা সাধারণত বাইরে থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু এসব খাবার।

ঘরে প্রিয়জনদের জন্য চাইলে তৈরি করতে পারেন রঙিন চিকেন। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন রঙিন চিকেন-

রঙিন চিকেন বানাতে যা লাগবে

বোনলেস চিকেন ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ টা (কুচি করা), রসুন ২০ কোয়া (কুচি করা), লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ, শুকনো লংকার গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ, সবুজ, লাল ও হলুদ ক্যাপসিকাম ১/২ টা করে (১/২ ইঞ্চি করে কাটা), ব্রকলি ১/২ (টুকরো করা), টমেটো ১ টা, ডিম ১ টা, কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ, গন্ধরাজ লেবু ১ টা, অলিভ অয়েল বা সাদা তেল ৩ টেবিল চামচ।

রঙিন চিকেন বানাবেন যেভাবে

চিকেন ভালো করে ধুয়ে মিক্সিতে ১ মিনিট বেটে নিন। একটা বড় মিক্সিং বোলে, বেটে নেয়া চিকেন, ডিম, কুচি করা পেঁয়াজ, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করুন।

এবার একটা ননস্টিক প্যানে ২ চামচ তেল দিয়ে, চিকেনের ছোট ছোট বল তৈরি করে হালকা আঁচে ভেজে নিন। এর পর বলগুলো তুলে নিয়ে প্যানে তেল দিয়ে সব সবজি, রসুন কুচি, টমেটো কুচি, লংকা গুঁড়ো, হলুদ দিয়ে নাড়ুন।

এর পর চিকেনের বল, পানি, এক চামচ কর্ণফ্লাওয়ার গুলে দিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রাখুন।

তার পর সিদ্ধ হয়ে গেলে ওপরে গোলমরিচ গুঁড়ো ও গন্ধরাজ লেবুর খোসা কোয়া ছড়িয়ে পরিবেশন করুন।

তথ্যসূত্র: জি নিউজ

 
Electronic Paper