ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেলে-টমেটোর টক

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

উপকরণ :
১. বেলে মাছ ৪০০ গ্রাম,২. টমেটো কুচি ১টি,৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,৪. রসুন বাটা ১ চা-চামচ,৫. জিরা বাটা ১ চা-চামচ,৬. কাঁচা মরিচ ফালি ২-৩টি,৭. হলুদ গুঁড়া আধা চা-চামচ,৮. মরিচ গুঁড়া আধা চা-চামচ,৯. লবণ স্বাদমতো,১০. তেল প্রয়োজনমতো,১১. পানি আধা কাপ।

প্রণালি : মাছ কেটে ধুয়ে তাতে লবণ, হলুদ ও রসুন বাটা মেখে ফ্রাইপ্যানে তেল দিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে টমেটো কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিন। পানি ফুটে উঠলে বেলে মাছগুলো দিন। ঝোল ঘন হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

 
Electronic Paper